তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
চিত্রনাট্যে সত্যজিৎ রায়, ক্যামেরায় ক্লদ রেনোয়া, হৃষীকেশ মুখোপাধ্যায়ের সম্পাদনা আর সঙ্গীতে রবি শঙ্কর— এমনই মণিকাঞ্চন যোগে তৈরি হয়েছিল দ্য স্টোরি অফ স্টিল (১৯৫৬)। অনেকেই মনে করেন, ভারতের কাহিনিচিত্র ধারায় পথের পাঁচালী যে বিপ্লব এনেছিল, তথ্যচিত্রের ক্ষেত্রে সেই ভূমিকা পালন করে এই ছবিটি। আর তার পাশাপাশিই ভারতীয় তথ্যচিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে ...
হরিসাধনের একাধিক তথ্যচিত্র ও বিজ্ঞাপনী ছবির চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়। এদের মধ্যে উল্লেখযোগ্য আ পারফেক্ট ডে (১৯৪৮), আওয়ার চিলড্রেন উইল নো ইচ আদার বেটার (১৯৬০), এবং দ্য ব্রেভ ডু নট ডাই (১৯৭৮)।