তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

গৌতম ঘোষ (১৯৫০-বর্তমান)

গৌতম ঘোষ
(১৯৫০-বর্তমান)

ছবি: সঞ্জিত চৌধুরী

তাঁর বহু-প্রশংসিত কাহিনিচিত্রগুলির পাশাপাশি নানা ধরনের বিষয় নিয়ে অনেকগুলি তথ্যচিত্রও বানিয়েছেন পরিচালক গৌতম ঘোষ। প্রবাদপ্রতিম সানাই শিল্পী উস্তাদ বিসমিল্লা খানের শিল্পীসত্তার উন্মোচন, কে জি সুব্রমনিয়ানের শিল্পচেতনা, জার্মান নোবেলজয়ী গুন্টার গ্রাস ও শিল্পী শুভাপ্রসন্নর কথোপকথন, নাট্যজগতের কিংবদন্তী উৎপল দত্ত, তিব্বতের সর্বোচ্চ ধর্মগুরু দলাই লামার মতো ব্যক্তিত্বদের জীবনে আলোকপাত থেকে শুরু করে মরুস্থলী রাজস্থান বা প্রাচীন সিল্ক রুটের বন্ধুর পথে পাড়ি— গৌতমের সিনেমাদৃষ্টি বিকশিত হয়েছে বিচিত্রগামী পথে। নিজের অধিকাংশ তথ্যচিত্রে ক্যামেরা গৌতম নিজেই করেছেন। এর মধ্যে কয়েকটির সঙ্গীতায়োজনও তাঁর।

ডিপ ফোকাস

    • হাংরি অটাম
    বিজয় আনন্দ সবরওয়াল প্রযোজিত হাংরি অটাম পশ্চিমবঙ্গের দুর্ভিক্ষপীড়িত নানা স্থান নিয়ে একটি প্রতিবেদন। ১৯৭৪ সালে নির্মিত ৩০ মিনিটের তথ্যচিত্রটি ছিল দুর্ভিক্ষ কেন হয় তার কারণ অনুসন্ধানের একটি প্রয়াস। সম্পাদনা করেন বুলু ঘোষ, কথক...

চিত্রপঞ্জী
    • নিউ আর্থ (১৯৭৩) 
    •  হাংরি অটাম (১৯৭৪)
    • চেইন্স অফ বন্ডেজ (১৯৭৪)
    • ডেভেলপমেন্ট অফ ইরিগেশন (১৯৮১)
    • পরম্পরা (১৯৮৪)
    • দ্য ল্যান্ড অফ স্যান্ড ডিউনস (১৯৮৬)
    • আ ট্রিবিউট টু ওড়িসি (১৯৮৬)
    • মিটিং আ মাইলস্টোন (১৯৮৯)
    • ইন সার্চ অফ থিয়েটার (১৯৯০)
    • মোহর (১৯৯১)
    • দ্য বার্ড অফ টাইম (১৯৯১)
    • বিয়ন্ড দ্য হিমালয়াজ্ (১৯৯৬)
    • রে (১৯৯৯)
    • কালাহান্ডি (২০০১)
    • এশিয়ার পার্বত্য মালভূমি এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে একটি অসমাপ্ত এবং অপ্রকাশিত তথ্যচিত্র (২০০১) 
    • আ ট্রেজার ইন স্নো (২০০২)
    • ইমপার্মানেন্স (২০০৪)
    • জার্নি উইথ জ্যোতি বসু (২০০৫)
    • কলকাতার প্রতিমাশিল্পী (২০০৫)
    • ইন সার্চ অফ দ্য রাজা (২০০৮)
    • রিভারস অ নলেজ (২০০৯)
    • ইনস্পিরেশন (২০০৯)
    • গ্লোরিয়াস জার্নি (২০১১)
    • ৭৫ ইয়ার্স অফ কেয়ার (২০১১)
    • ফোররানার (২০১১)
    • ওয়েন সেকেন্ডস কাউন্ট… (২০১১)
    • ল্য’আর্কিভো আ ওরিয়েন্তে/রিতমো ইন্দিয়ানো (২০১২)
    • শুভা অ্যান্ড মি (২০১৩)
    • দ্য ম্যাজিক অফ মেকিং (২০১৪)
    • স্টুডিয়োজ্ অফ ডিভোশন (২০১৫)
    • টেম্পল অফ সলোমন (২০১৯)
    • মুজিব ইন ক্যালকাটা  (২০২২)
পুরস্কার
    • ১৯৭৮ সালের ওবেরহাউজেন চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জেতে হাংরি অটাম। 
    • ১৯৮৬ সালে সেরা তথ্যচিত্রের জাতীয় পুরস্কার পায় দ্য ল্যান্ড অফ স্যান্ড ডিউনস। 
    • সেরা তথ্যচিত্রের জন্য ফিল্মফেয়ার পায় বিয়ন্ড দ্য হিমালয়াজ্‌।

পুনশ্চ

কান চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শন হয়েছিল মিটিং আ মাইলস্টোন ছবিটির। ইম্‌পার্মানেন্স মুক্তি পায় ২০০৪ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই তথ্যচিত্রটির কারণে চিন সরকারের তরফে গৌতমকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল দলাই লামাদের সনাতন পীঠ পোটালা প্রাসাদ, লাসার জোকাং গুম্ফা এবং তিব্বতের একাধিক জায়গায় শুটিং করার জন্য।