তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
গৌতম চট্টোপাধ্যায় বরাবরই চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন। তাঁর জীবনের ৫০ বছর যেখানে তিনি চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (নাগমোতি, শোময়, লেটার টু মম, রংবিন) পরিচালনা করেছিলেন, সেখানে তিনি একজন সফল তথ্যচিত্র নির্মাতা ছিলেন। দুর্ভাগ্যবশত, তাঁর অধিকাংশ তথ্যচিত্র এখন দেখার জন্য পাওয়া যায় না। ১৯৭৯ সালে, তিনি জর্জেস লুনি...
দ্য প্রাইমাল কল (১৯৭৯), দ্য জুভেনাইল ডিলিঙ্কস, হাবিব তানভীর অ্যান্ড হিজ নাট্য থিয়েটার, রায়বেঁশে (১৯৮৫), টুওয়ার্ডস অ্যান ইকোলজিকাল বডি অ্যান্ড মাইন্ড (১৯৮৮), ফ্লাওয়ার পাওয়ার (১৯৮৯), লস্ট এম্পায়ারস (১৯৯০), সুপ্রভাত, বারীন সাহা ও বাদল সরকারের ওপর তথ্যচিত্র।