তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
জীবন শুরু করেছিলেন কলকাতার মঞ্চাভিনেতা হয়ে। কিন্তু এজরা মীরের নাম চিরদিনের জন্য খোদিত হয়ে থাকল ভারতীয় তথ্যচিত্রের পথিকৃত হিসেবে। কলকাতায় ইহুদি পরিবারে জন্ম, আসল নাম এডওয়ার্ড মেয়ার্স। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার পর ম্যাডান কোম্পানিতে যোগ দিয়ে নিয়মিত মঞ্চ এবং নির্বাক চিত্রে অভিনয়। কিন্তু মন টানছিল সিনেমাই। সিনেমার কাজ শিখবেন বলে ১৯২৪ সালে...
স্বাধীনতার আগে এজরা মীর প্রযোজিত চলচ্চিত্রের তালিকা
মীর তার ইহুদি জন্মের নাম এডউইন মেয়ার্স পরিবর্তন করে এজরা মীর রাখেন কারণ তিনি তার আসল নামটি "ভারতীয়তার অভাব" অনুভব করেছিলেন।