তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র
বারাণসীর এক গোঁড়া বাঙালি ব্রাহ্মণ পরিবারে ১৯২১ সালে জন্ম। বাড়ির রক্ষণশীল পরিবেশের জেরে বিদ্রোহী হয়ে উঠেছিলেন; ১৬ বছর বয়স হওয়ার আগেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছেন একাধিকবার। অস্থির কিশোরহৃদয়ে এমন কোনও ডাক পেয়েছিলেন হয়তো, যাকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু এড়াতেও পারেননি। বারাণসী হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম পীঠস্থান হওয়ার কারণে পারিবারিক স...
সঙ্গীত রেকর্ড করার পাশাপাশি ছবি তোলার শখও ছিল দেবেনের, আর তার সঙ্গেই চিরকাল ভ্রমণের ডায়রি রাখতেন, যেখানে নতুন সব মানুষ ও অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে রাখতেন। তাঁর ভাবনাজগতের এই ঝলকগুলি একত্রে সংগ্রহ করা হয়েছিল তাঁর মৃত্যুর পর প্রকাশিত বই প্যারিস টু ক্যালকাটা – মেন অ্যান্ড মিউজিক অন দ্য ডেজার্ট রোড-এ। গবেষণা: সুগত গুহ