তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

বাপ্পা রায় (১৯৫০-বর্তমান)

বাপ্পা রায়
(১৯৫০-বর্তমান)

কাজ করেছেন ড. কপিলা বাৎস্যায়ন, ড. বি কে রায় বর্মন, অধ্যাপক অজিত কে ডান্ডা এবং ড. ডি এস মজুমদারের মতো সুপ্রসিদ্ধ বিদ্বজনদের সঙ্গেও। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের পরিচালনা সংসদ সদস্য থেকেছেন এককালে।তাঁর ছবি ওয়াঙ্গালাআ গারো ফেস্টিভ্যাল, লাদাখলাইফ অ্যালং দ্য ইন্ডাস, এবং দ্য মোরাং— সাইলেন্ট উই...

ডিপ ফোকাস

    • এলিয়েন হোমল্যান্ড
    ১৯৭৯-তে  গুজরাট সরকার প্রযোজিত এই ছবিটির বিষয় ছিল সেখানকার সিদ্দি জনগোষ্ঠীর জীবনযাত্রা; তাঁরা আফ্রিকান-বংশোদ্ভূত এক পরিযায়ী জনগোষ্ঠী যাঁরা বিগত প্রায় ৩০০ বছর ধরে গুজরাটের গির অরণ্যে বসবাস করছেন।
     

চিত্রপঞ্জী
    • এলিয়েন হোমল্যান্ড (১৯৮২)
    • চোলানাইকেন অফ কেরালা (১৯৮৫)
    • হিন্নিয়ু ত্রেপ, হুজ্‌ ফরেস্টস?
    • ওয়াঙ্গালা— আ গারো ফেস্টিভ্যাল
    • লাদাখ— লাইফ অ্যালং দ্য ইন্ডাস (১৯৯৩) 
    • লিটারেসি ইউজিং ফোক ফর্মস
    • মিরর ফর ম্যান
    • মিথ অ্যান্ড ইকোলজি
    • সেক্রেড ওয়ার্ল্ড অফ দ্য টোডা
    • চেজিং দ্য মনসুন
    • বানাম
    • কুম্ভমেলা (২০০১)
    • পশমিনা রয়্যাল (২০০০) 
    • হেরিটেজ অফ নালন্দা অ্যান্ড ইটস কন্টিনিউইটি
    • দ্য মোরাং— সাইলেন্ট উইটনেস অফ দ্য ব্রেভ ওয়াঞ্চো (২০০২) 
    • ভার্জিন আয়রন (২০০৪) 
    • আ জার্নি ডাউন দ্য ব্রহ্মপুত্র 
    • দ্য মুন— হাই প্রিস্টেসেস অফ দ্য লেপচাজ্‌
    • ইমপ্যাক্ট অফ এনআরইজিএ ইন সুন্দরগড় ডিস্ট্রিক্ট ওডিশা
    • হুইস্পারিং ভয়েসেস অ্যান্ড নো মোর মাইগ্রেশন
    • উইন্ডস অফ চেঞ্জ (২০০৭)
    • কোড অফ কনডাক্ট ফর রেস্পন্সিবল ফিশিং
    • রামায়ণ ইন দ্য নর্থ ইস্ট 
    • সার্ক— মেনি নেশনস 
    • ওয়ান ভয়েস (২০০৮)
    • কালারস অফ ফেইথ
    • সোওয়া রিগ্‌পা— এনশিয়েন্ট উইজডম টাইমলেস হিলিং
    • বুদ্ধিস্ট চান্টিংস অফ লাদাখ
    • জার্নি অফ আয়ুর্বেদ
পুরস্কার
    • ১৯৯৩ সালে ৪০তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা নৃতাত্ত্বিক/জাতিতাত্ত্বিক ছবির শিরোপা পায় ওয়াঙ্গালা— আ গারো ফেস্টিভ্যাল। মেঘালয়ের গারো জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে দু’টি রজত কমল পান বাপ্পা। 
    • ১৯৯৪ সালে ৪১তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা নৃতাত্ত্বিক/জাতিতাত্ত্বিক ছবির শিরোপা পায় লাদাখ— লাইফ অ্যালং দি ইন্ডাস। ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে দু’টি রজত কমল পান বাপ্পা। পুরস্কারের বিবরণে বলা হয়েছিল এই তথ্যচিত্রটি “লাদাখের সিন্ধুনদ তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার এক মনোহর চিত্রায়ন, সেখানকার পরিবেশ থেকে উঠে আসা অনবদ্য সব তথ্যে ও ছবিতে ঠাসা।” 
    • ১৯৯৫ সালে ৪২তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা নৃতাত্ত্বিক/জাতিতাত্ত্বিক ছবির শিরোপা পায় মোরাং— সাইলেন্ট উইটনেস অফ দ্য ব্রেভ ওয়াঞ্চো। অরুণাচল প্রদেশের ওয়াঞ্চো জনজাতির জীবনযাত্রা নিয়ে অত্যন্ত তথ্যসমৃদ্ধ কিন্তু চিত্তাকর্ষক এই ছবিটির জন্য রজত কমল শিরোপা জিতে নেন বাপ্পা। 
    • ২০০১ সালে ৪৮তম জাতীয় পুরস্কারে সেরা প্রচারমূলক ছবির শিরোপা পায় পশমিনা রয়্যাল। পশমিনা শাল তৈরির প্রক্রিয়ার ইতিহাসকে সৃজনশীলভাবে তুলে ধরা এবং এককালে বিলুপ্ত ও অধুনা পুনরুজ্জীবিত এই প্রাচীন কাশ্মীরি শিল্পকলাটির নানান আঙ্গিক ও নকশার নয়নাভিরাম চিত্রায়নের জন্য প্রযোজক ও পরিচালক হিসেবে দু’টি রজত কমল জিতে নেন বাপ্পা।
পুনশ্চ

বুদ্ধিস্ট চান্টিংস অফ লাদাখ-এ সংগৃহীত তথ্যাবলীর বিরলতার কারণে পরবর্তী কালে ২০১২ সালে ইউনেস্কো এই ছবিটিকে ইনট্যানজিবল হেরিটেজ বা অস্পর্শযোগ্য ঐতিহ্য হিসেবে সংরক্ষণের জন্য নির্বাচন করে। গবেষণাঃ গীতি সেহগাল

ফটো গ্যালারি