তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

বলাকা ঘোষ (১৯৭৪-বর্তমান)

বলাকা ঘোষ
(১৯৭৪-বর্তমান)

শিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস-এর (APSA) অ্যাকাডেমি সদস্য বলাকা ঘোষ। ক্যালকাটা গার্লস হাই স্কুল ও লেডি ব্রেবোর্ন কলেজ থেকে যথাক্রমে স্কুল ও স্নাতক স্তরের শিক্ষা সমাপ্ত করেছেন। দিলীপ রায়ের ইন্সটিটিউট অফ ফিল্ম অ্যান্ড অ্যালায়েড আর্টস-এ পরিচালনা বিভাগের ছাত্রী ছিলেন। কলেজে পড়াকালীনই শেষ করেন প্রথম ছবি ৫৮ শট্‌স। মানুষের নানা ধরনের মানসিক অ...

ডিপ ফোকাস

    • ৫৮ শট্‌স
    এই পরীক্ষামূলক ছোট কাহিনিচিত্রটিতে মানবমনের নানান অবস্থার উপর আলো ফেলা হয়েছে।

    • অনুকম্পন 
    ৬৫ মিনিটের এই হিন্দি তথ্যচিত্রটির বিষয়বস্ত...

চিত্রপঞ্জী
    • ৫৮ শট্‌স (১৯৯০)
    • অনুকম্পন (১৯৯৩)
    • লুকিং ব্যাক
    • সাইলেন্স স্পিকস
    • রোমান কানেকশন
    • দ্য ভেহিক্‌ল উইথ দ্য সোল অফ আ ম্যান (১৯৯৯)
    • নীরবতা থেকে শান্তি
    • অ্যান ওড টু ডিয়ার সুনীতা
    • আপ্পন সমাচার (২০০৮)
    • আ মাদার
    • মিডিয়া অ্যান্ড ল্যান্ডমাইনস (২০০৯)
    • ইন সার্চ ফর আল্‌হা (২০১১)
    • রেড ফেয়ারি এন দ্য হোলি ঘোস্ট (২০১২)
    • ফুটপ্রিন্টস ইন দ্য ডেজার্ট (২০১৪)
    • শম্ভারিক খারোলিকা (২০১৬)
    • ডেথ ইন দ্য সিটি (২০২২)
পুরস্কার
    ১৯৯৩ সালে ৪১তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে যৌথভাবে সেরা শিল্প/সংস্কৃতি বিষয়ক ছবির পুরস্কার পায় অনুকম্পন। বলাকা দু’টি রজত কমল পান “ধ্রুপদী ও লোকনৃত্যের ধারার এক অনন্য যুগলবন্দি, যা বিনোদনমূলক ফিল্মি নাচের শৈলিতে হারিয়ে যেতে বসেছে, তার উপর আলোকপাত করার জন্য।“ ছবিটি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (BFJA)-এর তরফে যৌথভাবে সেরা তথ্যচিত্রের পুরস্কারও পায় ছবিটি।
পুনশ্চ

বলাকা একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। একা মঞ্চে নৃত্যপ্রদর্শন করেছেন।

ফটো গ্যালারি