তথ্যচিত্র
প্রথম পাতা > তথ্যচিত্র

অশোক বিশ্বনাথন (১৯৫৯-বর্তমান)

অশোক বিশ্বনাথন
(১৯৫৯-বর্তমান)

শোক বিশ্বনাথন  একজন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, যিনি বর্তমানে সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অধ্যাপক ও ডিন।অশোক পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে চলচ্চিত্র পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।  ১৯৮৬ সালে একই ইনস্টিটিউট থেকে ভিডিও প্রয়োজনায় সার্টিফিকেট কোর্সও করেন। এর পর...

ডিপ ফোকাস

    • পশ্চিমবঙ্গের জেলেরা
    এটি ছিল দূরদর্শন প্রযোজিত একটি দুই-পর্ব বিশিষ্ট ধারাবাহিক। সময়কাল যথাক্রমে ২৮ ও ২৬ মিনিট। এর সঙ্গীত পরিচালনা করেছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়।
     

    • শেডস অফ সোসাইটি
    কলকাতা...

চিত্রপঞ্জী
    • পশ্চিমবঙ্গের জেলে (১৯৮৮) 
    • শেডস অফ সোসাইটি (১৯৮৯) 
    • রাইম অ্যান্ড রিদম (১৯৮৮)
    • দ্য পেপার স্টোরি (১৯৮৯)
    • টিচিং শেক্সপিয়র ইন টেক্সট অ্যান্ড পারফরমেন্স (১৯৯০)
    • বায়রন! বায়রন! বায়রন! (১৯৯২)
    • রাগসঙ্গীত (১৯৯৪)
    • থিয়েটার থ্রু দ্য এজ (১৯৯৫)
    • ওয়ালস (২০০৩)
    • দ্য আহোম সাগা (২০০৩)
    • স্কাল্পটিং ইন টাইম (২০০৪)
    • মনসামঙ্গল (২০০৫)
    • বাংলার লোকনাট্য (২০০৬)
    • বাংলা রাইটিং সিস্টেম (২০০৬)
    • সম্পাদনা (২০০৬)
    • এগুলো কি পাত্রযুক্ত উদ্ভিদ? (২০০৬)
    • মারমার্স অব সাইলেন্স (২০০৮)
    • দ্য বিষ্ণুপুর ঘরানা (২০০৮)
    • মাসন - ক্যানভাস পেইন্টিং অ্যান্ড কর্ক ডলস (২০১২)
    • দ্য লাইটহাউস, দ্য ওশন অ্যান্ড দ্য সি (২০১৩)
    • শ্যাডোজ অব অ্যাম্বিউটি (২০২০)
    • বাদল সরকার অ্যান্ড দ্য অল্টারনেটিভ থিয়েটার (২০২১)
পুরস্কার
    • দ্য পেপার স্টোরি ১৯৮৯ সালে পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক ঘোষিত দ্বিতীয় সেরা কর্পোরেট তথ্যচিত্রের পুরস্কার লাভ করে।
    • ১৯৯৪ সালে ইউজিসি-সিইসি জাতীয় ভিডিও প্রতিয়োগিতায় রাগসঙ্গীত সেরা অডিওগ্রাফি পুরস্কার লাভ করে। 
    • সম্পাদনা ২০০৬ সালে ইউজিসি-সিইসি জাতীয় ভিডিও প্রতিযোগিতায় সেরা বিষয় বিশেষজ্ঞের পুরস্কার অর্জন করে।
পুনশ্চ

চার দশকেরও বেশি সময় ধরে, অশোক বাংলা, ইংরেজি এবং হিন্দিতে ৪০টিরও বেশি নাটকে (আইএস জোহরের ভুট্টো সহ) অভিনয় এবং নাটক পরিচালনার সঙ্গে যুক্ত একজন সক্রিয় নাট্যকর্মী। তিনি ইংরেজি, বাংলা, মালয়ালম এবং হিন্দি ভাষায় টেলিভিশন এবং ওটিটি ছবি ছাড়াও প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ফটো গ্যালারি