সিনেমা দেখেন এমন বাঙালি বাড়িতে এক সময় সিনেমা পত্রিকা ছিল একান্ত আবশ্যিক। সেই আমলের অনেক পত্রিকাই হয়তো আজ আর টিঁকে থাকতে পারেনি। এই তালিকায় আমরা যতটা পেরেছি পত্রিকার প্রচ্ছদই শুধু তুলে ধরিনি,দিয়েছি তাদের মূল সম্পাদকের নামও। এই তালিকাও যে আপডেট করা হবে,তা কি আর বলতে হয়?