লবি কার্ড

নাম থেকে বোঝা যায়, একদা প্রেক্ষাগৃহের লবিতে রাখা থাক সেগুলো। কখনও ঝোলানো হত দেওয়ালে বা ইজেলে সেঁটে, বক্স অফিসের সামনে। প্রদর্শনের জন্য হলমালিকদের কাছে এগুলো সরবরাহ করতেন পরিবেশকরা। বড় পর্দার দর্শক কমতে থাকার ফলে এখন তাদের লোকপ্রিয়তাও হ্রাস পেয়েছে। এই বিভাগে বিএফএ-র প্রদর্শনী: ১৯৩৭ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লবিকার্ডের সংকলন।