ছবি বিশ্বাস

ছবি বিশ্বাস


ছোট জাগুলিয়ার জমিদার বংশের সন্তান ছবি বিশ্বাস। বড় হয়েছেন বিডন স্ট্রিটের বাড়িতে। ও বাড়ির গলিরাস্তার নাম তাঁরই পূর্বপুরুষের নামে।  অভিনয় জীবনের প্রথম পর্বের একটা বড় সময় দিলখুশা স্ট্রিটে ভাড়া থাকতেন। ছেচল্লিশের দাঙ্গার পরে চলে এলেন নাকতলায়। এ বারও ভাড়াই। তবে বাগান-পুকুরওয়ালা বড় বাড়ি। সেখানেই হাতে খুরপি নিয়ে গাছ লাগান নিজে, সব্জির খেত করেন। গরু-মোষও পুষলেন কিছুদিন। গাড়ি দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু দেশের বাড়ি ছোট জাগুলিয়ায় যাওয়ার পথেই। 

নাকতলা

মানিকতলা

নাকতলার বাড়িতে দেওয়ালি