চন্দ্রাবতী দেবী

চন্দ্রাবতী দেবী


মতিলাল নেহরু রোডে খুব শখ করে বাড়ি বানিয়েছিলেন অভিনেত্রী চন্দ্রাবতী দেবী। সে সময় বাড়িটা নিয়ে বেশ আলাপ আলোচনা হত।  এখন সেখানে ফ্ল্যাটবাড়ি। তবে তার নাম চন্দ্রাজ্যোতি। চন্দ্রাবতী আর ওঁর ছেলের নামের যুক্তবর্ণ আজও চন্দ্রাবতীর ঠিকানাকে বাঁচিয়ে রেখেছে। 

রিচি রোড