বিমল রায়
মুম্বইতে থিতু হওয়ার আগে চিত্রপরিচালক বিমল রায় দীর্ঘদিন কাজ করেছেন কলকাতায়, নিউ থিয়েটার্সের সঙ্গে। প্রথমে ক্যামেরাম্যান, পরে পরিচালক হিসেবে। কলকাতায় তখন তিনি থাকতেন রবীন্দ্র সরোবর এলাকায়, সর্দার শঙ্কর রোডে। ওই চত্বরে তখন বহু শিল্পী-সাহিত্যিকের বাস ছিল। বিমল রায়ের স্মৃতিজড়িত সেই বাড়ি এখন আর নেই, ভেঙে ফ্ল্যাট হয়েছে। তবে ঠিকানাটা একই আছে।