ভানু বন্দ্যোপাধ্যায়

ভানু বন্দ্যোপাধ্যায়


চারু অ্যাভিনিউয়ে অভিনেত্রী দেববালার বাড়িতে এক সময় ভাড়া থাকতেন ভানু বন্দ্যোপাধ্যায়। পরে কিছুদিন কাছেই অন্য একটি বাড়িতে উঠে যান। নিজে বাড়ি কেনার কথা যখন ভাবলেন, কিনলেন সেই দেববালার স্মৃতিজড়িত বাড়িটিই। চলচ্চিত্রের এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের হাতে গেল সে বাড়ি। এখন সেখানে ফ্ল্যাটবাড়ি হয়েছে। ভানুর স্মৃতি অটুট রেখে তার নাম হয়েছে ভানুশ্রী। 

চারু অ্যাভিনিউ