অজয় কর
প্রখ্যাত চলচ্চিত্রকার অজয় কর সারা জীবন কাটিয়েছেন ভাড়াবাড়িতেই। পৈতৃক আমলের ভাড়া। দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাটের দিকে এগোতে বাঁ দিকে রাস্তার উপরেই বাড়ি। রাস্তার দিকে আগে দোতলায় একটা লম্বা বারান্দা ছিল। উত্তমকুমার, হেমন্ত মুখোপাধ্যায়রা এলে আড্ডা জমত সেখানেই। বাড়িটা থাকলেও সেই বারান্দা আর নেই। তার জায়গায় এখন গয়নার দোকানের শোরুম।
