বসন্ত চৌধুরী

বসন্ত চৌধুরী


বসন্ত চৌধুরী দীর্ঘদিন অবধি থাকতেন কানন দেবীর পাড়াতেই।  ভাড়াবাড়ি। ষাটের দশকের গোড়ার দিকে কাননই একদিন অভিভাবিকার মতো বললেন, বসন্ত এ বার একটা জমি কেনো। যোগাযোগও করিয়ে দিলেন। মধুবন সিনেমার পিছনে একটা বাগানজমি কেনা হল। হল তো হল, জমি কিন্তু পড়েই রইল। বসন্তর ইচ্ছে ছিল, একটা দোতলা বাংলো বাড়ি করবেন। শেষ অবধি তা আর বাস্তবায়িত হয়নি। আশির দশকের শেষে প্রমোটারকে দিয়ে ফ্ল্যাটবাড়িই তোলা হল। বসন্ত তার পর আমৃত্যু ওই ফ্ল্যাটবাড়িতেই ছিলেন।


রানিকুঠি

রিজেন্ট গ্রোভ