নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বি এন সরকারের পৈতৃক বাড়ি নেতাজি ভবনের গায়েই। বসু পরিবার আর সরকার পরিবারের মধ্যে হৃদ্যতা ছিল যথেষ্টই। বীরেন্দ্রনাথের ছেলে দিলীপ সরকারও ওই বাড়িতে থেকেছেন। এলগিন রোডে এখন সে বাড়ির জায়গায় অত্যাধুনিক বহুতল।