মাতৃ-স্মৃতি নাম দিয়ে ১৯৪৬ সালে এই বাড়িটি তৈরি করান অসিতবরন। চল্লিশের দশকে তখন তিনি পয়লা সারির গায়ক-নায়ক। পরপর হিট। পঞ্চাশের দশকের শেষে সরে গেলেন চরিত্রাভিনয়ে। আমৃত্যু এই বাড়িতেই থেকেছেন। এখনও তাঁর পরিবার এখানে বাস করেন।