অসিত সেন
প্রথম ছবি চলাচল যখন পরিচালনা করছেন, অসিত সেন তখন রসা রোডের বাসিন্দা। প্রতিবেশী ভানু বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসাম থেকে কলকাতায় আসা। অনেক দিন ছিলেন দেশপ্রিয় পার্কে। তার পর রসা রোড। ওই বাড়িতেই ছেলের জন্ম এবং স্ত্রীর মৃত্যু। চলাচল থেকে দীপ জ্বেলে যাই। ১৯৬১ সালে অসিতরা উঠে গেলেন কর্নফিল্ড রোডে। তার কয়েক বছর পর তো দীর্ঘ দিনের জন্য চলে গেলে মুম্বই। আশির দশকে কলকাতায় ফিরেও কর্নফিল্ড রোডের বাড়িতেই থাকছিলেন। তার পর স্টুডিওপাড়ার কাছাকাছি থাকবেন বলে নিজের জন্য একটা ফ্ল্যাট নিলেন বাঁশদ্রোণীতে। ২০০১-এ মৃত্যু পর্যন্ত সেখানেই ছিলেন বাংলা ছবির দ্বিতীয় মানিক (অসিতের ডাকনাম)।