সুবোধ মিত্র

সুবোধ মিত্র


লেক অ্যাভিনিউ রোডে আর্ট ডেকো স্টাইলের বড় বাড়িটা যাঁর, নিউ থিয়েটার্সের স্বর্ণযুগে সবাই তাঁকে জানত কচিবাবু বলে। কচিবাবু মানে সুবোধ মিত্র। ডাকসাইটে চলচ্চিত্র সম্পাদক, পরিচালক। ডাক্তার ছবির হিন্দি সংস্করণ তাঁর পরিচালনা। এ ছাড়া নার্স সিসি, দুই পুরুষ, রাইকমল, গৃহদাহ তো আছেই। এ বাড়ি ইতিহাসেরই এক ইমারত যেন।

লেক অ্যাভিনিউ