কে এল সায়গল

কে এল সায়গল


কে এল সায়গল দিল্লির রেমিংটন টাইপরাইটার কোম্পানির কাজের সূত্রে এসে পড়েছিলেন কলকাতায়। তার পর রেডিওতে গানের অডিশন এবং আরও নানা সূত্রে বি এন সরকার, রাইচাঁদ বড়াল আর পঙ্কজ মল্লিকের সঙ্গে যোগাযোগ এবং নিউ থিয়েটার্সে যোগদান। সায়গলকে গায়ক-নায়ক সুপারস্টার বানিয়েছিল কলকাতাই। ১৯৩১ থেকে ১৯৪১, সায়গল টানা কাজ করেছেন নিউ থিয়েটার্সে। তার বেশির ভাগ সময়টাই তিনি থাকতেন এই বাড়িতে। 

যতীন দাস রোড