গৌরীপ্রসন্ন মজুমদার
রামগড়ে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের বাড়িটা চিনে নেওয়া যায় সহজেই। বাড়ির একতলায় এখন সিপিআইএম-এর একটা পার্টি অফিস আছে। আর উল্টো দিকেই আছে গৌরীপ্রসন্নর একটি আবক্ষ মূর্তি। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের সহায়তায় এবং গৌরীপ্রসন্ন সংস্কৃতি মঞ্চের উদ্যোগে মূর্তিটি স্থাপিত হয়। সেখানে পাথরের ফলকে লেখা আছে গৌরীপ্রসন্নের সেই অমর কলিঃ আমার গানের স্বরলিপি লেখা রবে...।