বড় রাস্তার ধারের দোতলার ফ্ল্যাটটিই ছিল বিকাশ রায়ের ঠিকানা। অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার পরে বই পড়া আর গান শোনাই ছিল তাঁর নেশা। নিজের একটা বড় লাইব্রেরি ছিল আর ছিল রেকর্ডের সংগ্রহ। বারান্দায় একটা আরামকেদারায় বসে সময় কাটাতেও ভালবাসতেন খুব।