উৎপল দত্ত এবং শোভা সেন
আজাদ্গড়ে দশ কাঠা জমি কিনে রেখেছিলেন শোভা সেন। চল্লিশের দশকের শেষ সেটা। জমি পড়েইছিল প্রথমে। পাছে বেদখল হয়ে যায় তাই তড়িঘড়ি গাঁথনি শুরু করতে হল। যখন যেমন সংস্থান হয়, কাজ এগোয়। ছাত ঢালাইয়ের টাকা কই? বাবলা হিট করার পরে হিন্দি সংস্করণ হবে ঠিক হল। ছাতের টাকা শোভার হাতে আগাম হিসেবে তুলে দিলেন এমপি স্টুডিওর মুরলীধর চট্টোপাধ্যায়। শোভার জীবনে উৎপল দত্ত তখনও আসেননি। উৎপল-শোভার সংসার শুরু হয়েছিল সামসুল হুদা রোডে। সেখান থেকে এস আর দাস রোড। আরও পরে আজাদগড়। উৎপল তত দিনে দোতলা তুলেছেন। বাড়ির নাম রাখা হয়েছে কল্লোল।