উত্তমকুমার

উত্তমকুমার


গিরিশ মুখার্জী রোড যে বাঙালির ডায়েরিতে পাকা জায়গা নিয়েছে, সেটা উত্তমকুমারের জন্য। পৈতৃক ওই বাড়িই অরুণকে উত্তমকুমার করেছে। গৌরী দেবীর সঙ্গে সংসার, তরুণকুমার-সুব্রতা চট্টোপাধ্যায়ের দাম্পত্য ওই বাড়িতেই। সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে থাকা শুরু ষাটের দশক থেকে। সাধ করে বানানো আলিপুরের বাড়ি বিক্রি করে দিতে হল ছোটিসি মুলাকাতের ধাক্কা সামলাতে। লাউডন স্ট্রিটের মারুতি বিল্ডিং, ছোট জাগুলিয়ার বাগানবাড়ি অবশ্য থেকে গিয়েছিল। আর আজও দাঁড়িয়ে আছে মহানায়কের জন্মস্থান আহিরিটোলার মামার বাড়ি। 

ভবানীপুরের বাড়িতে

ময়রা স্ট্রিটের বাড়িতে

গিরিশ মুখার্জি রোড

ময়রা স্ট্রিট

আহিরীটোলা