তপন সিংহ এবং অরুন্ধতী দেবী

তপন সিংহ এবং অরুন্ধতী দেবী


নিউ আলিপুরের তিন তলা বাড়ি। তপন সিংহ আর অরুন্ধতী দেবীর শান্তির নীড়। অরুন্ধতী প্রয়াত হলেন আগে। বারান্দায় বসে একলাটি গীতবিতানের গান গুনগুন করতেন তপনবাবু। টালা পার্কেও ছিলেন বেশ কিছু কাল। দোহারা চেহারার সে বাড়িও খুঁজে বার করা গিয়েছে। 

নিউ আলিপুর

ওলাইচণ্ডী রোড