সুধীর মুখোপাধ্যায়
ঢাকুরিয়া স্টেশন রোড ধরে হাঁটলে চোখ চলে যেতে পারে বাড়িটার গায়ে। চেহারায় বিশেষত্ব নেই, আর পাঁচটা ফ্ল্যাটবাড়ির মতোই। নজর করার মতো বাড়ির নামটি: দাদাঠাকুর। বিখ্যাত সে ছবির পরিচালক সুধীর মুখোপাধ্যায়ের বাড়ি ছিল এটাই। এখন ফ্ল্যাট উঠলেও সেই পুরনো নাম আর পরিচালকের কথা লেখা আছে দেয়ালে।