হিন্দুস্তান রোডে সাবেকি আমলের ফ্ল্যাটবাড়ি। সুনন্দা দেবীর বাড়ি। পরিবারের অনেকেই আজও সেখানে। কাশীনাথ ছবির নায়িকা হয়ে যাঁর অভিনয় জীবন শুরু, সেই সুনন্দা পরে হয়েছিলেন সফল প্রযোজকও।