সুচিত্রা সেন
বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে যেতে যেতে দীর্ঘদিন কত মানুষের মনেই না উঁকিঝুঁকি লেগে থাকত! যদি দৈবাৎ দেখা মেলে তাঁর! সুচিত্রা সেনের প্রাসাদোপম বাড়িটা নিজেই হয়ে উঠেছিল দ্রষ্টব্য। বাড়ি ভেঙে ফ্ল্যাট হওয়ার পরেও তার আকর্ষণ কিছুমাত্র কমেনি। সুচিত্রা যখন রমা, বিয়ে হয়ে এসে উঠেছিলেন বালিগঞ্জ প্লেসে। তার পর নিজে বাঁশদ্রোণীতে একটা বাড়ি কেনেন। সে বাড়ি হাতবদল হলেও অন্দরে সুচিত্রার স্মৃতি এখনও সুরক্ষিত। বালিগঞ্জ সার্কুলার রোডের একটা অংশের নামও সুচিত্রা সেনের নামে।