সৌমিত্র চট্টোপাধ্যায়
নিজের শিক্ষাগুরু যে বাড়িতে থেকেছেন, সেই বাড়িতেই থাকতে পাওয়ার সুযোগ ক'জনের হয়? সৌমিত্র চট্টোপাধ্যায় সেই মুষ্টিমেয়দের এক জন। লেক টেম্পল রোডের বাড়ি ছেড়ে যখন বিশপ লেফ্রয় রোডে চলে গেলেন সত্যজিৎ রায়, সেই ফ্ল্যাটে এসে উঠলেন সৌমিত্র। তার আগে বছর দুয়েক ছিলেন সাদার্ন অ্যাভিনিউয়ের অধুনালুপ্ত জাহাজবাড়িতে। বস্তুত বাবার বদলির চাকরির সুবাদে ছোটবেলায় নানা জায়গায় থেকেছেন তিনি। কৃষ্ণনগর, বারাসত, দার্জিলিং, হাওড়া। অভিনয়ের কেরিয়ার যখন শুরু হচ্ছে, তখন তিনি মির্জাপুর স্ট্রিটে। ১৯৬২ অবধি সেখানে। তার পর মনোহরপুকুর (১৯৬২-১৯৬৫), পূর্ণ দাস রোড (১৯৬৫-১৯৬৮), জাহাজবাড়ি (১৯৬৮-১৯৭০) হয়ে টানা ১৬ বছর লেক টেম্পল রোডে। অবশেষে গলফ গ্রিনে নিজের বাড়ি। সঙ্গে নিজের পড়াশোনা, লেখালেখি, ছবি আঁকার জন্য একটা লাগোয়া অংশ। ওটাই ছিল ওঁর সবচেয়ে প্রিয় জায়গা।