সুব্রত মিত্র

সুব্রত মিত্র


শরৎ বসু রোডে সাউথ ক্যালকাটা গার্লস কলেজের কাছে এই লাল বাড়িটা বিশ্ববরেণ্য চিত্রগ্রাহক সুব্রত মিত্রের। ওঁর পিতামহ এস কে মিত্র বাড়িটা কিনেছিলেন। পরে এক সময় সুব্রতর বাবা বাড়িটা বন্ধক রাখেন এলআইসি-র কাছে। সুব্রতই তাদের কাছ থেকে বাড়িটা আবার উদ্ধার করেন এবং মালিকানা পান। ভাই প্রজ্ঞানের সঙ্গে এই বাড়ি থেকেই সুব্রত ক্যামেরা ভাড়া দেওয়ার কাজ শুরু করেন। সুব্রতর সব ক্যামেরা, বইয়ের সংগ্রহ সব তখন এই বাড়িতেই ছিল। রামকিঙ্কর বেজ একবার সুব্রতকে নিজের মুখের আদলে একটি ভাস্কর্য উপহার দিয়েছিলেন। সেটাও ছিল। এখন বাড়িতে একাধিক ভাড়াটে। তবে ২০২১ থেকে বাড়ির দেয়ালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন সুব্রত মিত্র আর্কাইভ বলে একটা নীল ফলক লাগিয়ে রেখেছে। পরিকল্পনা আছে, ওখানে একটা মিউজিয়াম করার। কবে সেটা রূপায়িত হয়, সেটাই দেখার।

শরৎ বসু রোড