শ্যামল মিত্র

শ্যামল মিত্র


নৈহাটির ব্যানার্জী পাড়ায় পৈতৃক বাড়ি। ছেলে গান গাইবে শুনে বেঁকে বসলেন ডাক্তার পিতা। শ্যামল মিত্র কলকাতায় এসে প্রথমে উঠলেন পিসির বাড়ি চক্রবেড়িয়া, তার পর লেক মার্কেটের মেস। প্রতিষ্ঠিত হওয়ার পর ওয়েডারবার্ন রোড। শ্যামলের বাড়ির দরজা ছিল অবারিত। দরজার ঠিক পাশেই টাঙানো থাকত গুরু সুধীরলাল চক্রবর্তীর ছবি।

ওয়েডারবার্ন রোড

দেশপ্রিয় পার্ক রোডের নতুন নাম