শিশির ভাদুড়ী
থিয়েটারকে আক্ষরিক অর্থেই ঘরবাড়ি করে তুলেছিলেন শিশির ভাদুড়ী। একটা লম্বা সময় জুড়ে শ্রীরঙ্গমের দোতলাই ছিল তাঁর বাসা। তার আগে কখনও রমানাথ মজুমদার স্ট্রিট, কখনও পার্শিবাগান, কখনও ঘোষ লেন। শেষ অবধি পাকাপাকি ভাবে বিটি রোডের ধারে। শ্রীরঙ্গম থেকে বইয়ের আলমারি সব এল বরানগরের সেই বাড়িতে। রাস্তা থেকেই দেখা যেত দোতলার বারান্দায় ‘বড়বাবু’ বসে রয়েছেন একটি সোফায়। এখন পুরসভার একটি বোর্ড লাগানো আছে সে বাড়ির সামনে।