সত্যজিৎ রায়

সত্যজিৎ রায়


গড়পারের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। বড় হয়ে ওঠার বেশিটাই বকুলবাগান আর রাসবিহারী অ্যাভিনিউয়ে। তার পর লেক অ্যাভিনিউ, লেক টেম্পল রোড হয়ে বিশপ লেফ্রয় রোড। বিজয়া রায়ের ইচ্ছা ছিল, নিজেদের একটি বাড়ি হোক। সত্যজিৎ রায় কিন্তু সন্তুষ্ট ভাড়াবাড়িতেই। পৃথিবীবিখ্যাত সেই ভাড়াটের নামেই এখন বিশপ লেফ্রয় রোডের নাম সত্যজিৎ রায় ধরণী, দ্য ওয়র্ল্ড অব সত্যজিৎ রায়। 

বকুলবাগান

বিশপ লেফ্রয় রোড

গড়পার

লেক অ্যাভিনিউ

লেক টেম্পল রোড