সরযূবালা দেবী

সরযূবালা দেবী


অভিনয় জীবন শুরু হয়েছিল দক্ষিণেশ্বরে। নাট্যসম্রাজ্ঞী সরযূবালা তার পরে এক সময় থাকতেন খেলাতবাবু লেনে। পরে বাড়ি করলেন দক্ষিণে। শ্যামাদাস রো-এর সেই বাড়ি ভাঙা পড়েছে। সরযূ মায়ের স্মৃতি ধরে রেখেছে কেবল পাশের রাস্তাটা। ক্লার্কস রোড-এর নামই যে সরযূবালা সরণি।

শ্যামাদাস রো

ক্লার্ক স্ট্রিটের নতুন নাম