সত্য বন্দ্যোপাধ্যায়
আপনি ডাব্লু ডাব্লু ডাব্লু ডাব্লুর নাম শুনেছেন? সংলাপটা চিনিয়ে দেবে সত্য বন্দ্যোপাধ্যায়কে। বাংলা ছবি এই নামে দুই শিল্পী কি না! বরযাত্রী, পাশের বাড়ি, শেষ থেকে শুরু, নহবত-এর সত্য সারা জীবন পৈতৃক বাড়িতেই কাটিয়েছেন। গড়পারে সরু হাতার মধ্যে বাড়িটা, আজও জ্বলজ্বল করছে নাম, এস ব্যানার্জী।