অনুপ কুমার
অনুপকুমারের বাবা ছিলেন সেকালের প্রখ্যাত গাইয়ে-অভিনেতা ধীরেন্দ্রনাথ দাস। উত্তর কলকাতার বাসিন্দা। অনুপের জন্ম হরি ঘোষ স্ট্রিটে। তার পর কিছুদিন বরানগরে কাটিয়ে ওঁরা চলে আসেন পাইকপাড়া-বেলগাছিয়ার নর্দার্ন অ্যাভিনিউয়ে। সে বাড়ি এখন মস্ত বহুতল। পরিণত বয়সে অনুপ দীর্ঘদিন থেকেছেন দক্ষিণ কলকাতার মনোহরপুকুর অঞ্চলে। সেই বাড়ি কিন্তু এখনও আছে।