সন্ধ্যা মুখোপাধ্যায়
ঢাকুরিয়ার বাপের বাড়ি ছিল গাছপালায় ঘেরা। বাগানে বসে গল্প করছিলেন। জোর তলব এল, এখুনি রেকর্ডিংয়ে যেতে হবে। গানটা গাওয়ার কথাই ছিল না সন্ধ্যা মুখোপাধ্যায়ের। হুট করেই রেকর্ডিং হল- এই পথ যদি না শেষ হয়! গানের পথ চলা সত্যিই শেষ হয়নি আমৃত্যু। লেক গার্ডেন্সের বাড়ি থেকে ফোনে খোঁজ রাখতেন সকলের। গীতিকার স্বামী শ্যামল গুপ্তের আদ্যক্ষর দেখে সহজেই চিনে নেওয়া যেত সে বাড়ি। সম্প্রতি বাড়িটি ভাঙা পড়েছে।