গান শুনে নজরুল বললেন, কলকাতায় চলো। কুচবিহার থেকে ১৯২৬ সালে কলকাতা এলেন শৈলেন। প্রথমে শিয়ালদহের মেস। তার পর চৌধুরী লেন, যামিনী কবিরাজ লেন, ন্যায়রত্ন লেন হয়ে পাকাপাকি ভাবে মহারানি হেমন্তকুমারী স্ট্রিটে। আজও অম্লান তাঁর স্মৃতিফলক।