শম্ভু  এবং তৃপ্তি মিত্র

শম্ভু এবং তৃপ্তি মিত্র


১১ নম্বর নাসিরুদ্দিন রোড, ঠিকানাটা বঙ্গ সংস্কৃতির ইতিহাসে ঢুকে গেছে। শম্ভু মিত্র-তৃপ্তি মিত্রের বাসস্থান শুধু নয়, বহুরূপীর প্রাণকেন্দ্র হিসেবেও। দক্ষিণ-পূর্ব খোলা দোতলার ফ্ল্যাট। এখন সামনে ফ্লাইওভার। জাস্টিস নাসিম আলির এই বাড়িতে থেকেছেন গায়ক কলিম শরাফি, অভিনেতা মহম্মদ ইসরাইল। পাশের ১৫ নম্বর বাড়ির হলঘরে অনেক সময় বহুরূপীর মহলাও হয়েছে।

নাসিরুদ্দিন রোড