সলিল চৌধুরী
ছোটবেলায় একাধিক জায়গায় থেকেছেন সলিল চৌধুরী। আইপিটিএ-র দিনগুলিতে তাঁরা বাসা ছিল সোনারপুরে। কোদালিয়ার মামার বাড়িতে তার আগে একটা বড় সময় কাটিয়েছিলেন। পঞ্ছাশের দশকে চলে গেলেন মুম্বই। সেখানেই দ্বিতীয় বিয়ে সবিতার সঙ্গে। আশির দশকে আবার ফিরলেন কলকাতায়। রডন স্ট্রিটের আকাশদীপ অ্যাপার্টমেন্ট তখন সলিল-সবিতার ঠিকানা হল। কিছু দিন পরে রুবি হাসপাতালের কাছে হ্যাপি নুক সোসাইটিতে একটা ফ্ল্যাট বুক করেছিলেন সলিল। কিন্তু সেটা তৈরি হওয়ার আগেই চলে গেলেন তিনি ১৯৯৫ সালে। ১৯৯৯ সালে সবিতা এলেন সেই ফ্ল্যাটে। আমৃত্যু ছিলেন ওখানেই।