এস ডি বর্মন

এস ডি বর্মন


রাস্তার নাম এখন তাঁদেরই স্মৃতিতে সঙ্গীত সরণি। বসেছে স্মৃতিফলক। সাউথ এন্ড পার্কে শচীন কর্তার বাড়ি। এস ডি বর্মন লেখা পুরনো নেমপ্লেটটা দেখলে বুকে ঢেউ ওঠে না, এমন কেউ আছেন কি? ১৯৮৬ সাল থেকে এ বাড়ির মালিক তোতিয়ারা। তবে হেরিটেজ তকমা পেয়ে এ বাড়ি তার দীর্ঘায়ু নিশ্চিত করেছে। আগে ভাড়া থাকতেন হিন্দুস্তান পার্কে। রাহুলদেবের জন্ম সেখানেই। ১৯৪৫ সালে এই জমিটা কিনলেন শচীন দেব বর্মন। বাড়ি হতে আরও দু'বছর। পাকাপাকি ভাবে মুম্বই চলে যাওয়ার আগে অবধি আলাউদ্দিন খাঁ, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, পূর্ণদাস বাউলের আনাগোনা লেগেই থাকত এখানে।

সাউথ এন্ড পার্ক

সাউথ এন্ড পার্কের বাড়িতে ছোট্ট রাহুল