শৈলজানন্দ মুখোপাধ্যায়

শৈলজানন্দ মুখোপাধ্যায়


বীরভূমে জন্ম। ছোটবেলা অন্ডালে। কলকাতাতেও নানা জায়গায় ঘুরে ঘুরে থেকেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। বাদুড়বাগান, সুকিয়া স্ট্রিট, শাঁখারিপাড়া, চক্রবেড়িয়া, কেদার বোস লেন কোথায় নয়? তিরিশের দশক থেকে উত্তর কলকাতাতেই কি কম জায়গায় থেকেছেন? বেশির ভাগই ভাড়ায়। শ্যামপুকুর, বাগবাজারে কিছুদিন করে থাকার পরে বাড়ি কিনলেন অনাথ দেব লেন। অবশেষে ১৯৫৭ সালে অনাথ দেব লেনের বাড়ি বিক্রি করে এসে উঠলেন টালার ইন্দ্র বিশ্বাস রোডে। ওইটেই তাঁর স্থায়ী আবাস। 

টালা পার্ক