অনিল চট্টোপাধ্যায়

অনিল চট্টোপাধ্যায়


অভিনেতা অনিল চট্টোপাধ্যায় জন্মসূত্রে ছিলেন প্রবাসী বাঙালি। ছোটবেলা কেটেছিল বিহার আর দিল্লিতে। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় থেকে কলকাতায় থিতু। বিয়ের পরে সংসার পেতেছিলেন বখতিয়ার শাহ রোডে। সেখান থেকে এলেন গলফ ক্লাব রোড। প্রথমে ভাড়া, তার পর নিজের বাড়ি, অনিল ভবন। সেই বাড়ি এখন ফ্ল্যাটবাড়ি হয়েছে ঠিকই। কিন্তু অনিল ভবন নামটি আছে অক্ষয় হয়ে। 

গলফ ক্লাব রোড