রেণুকা রায়
হাস্যময়ী নায়িকা থেকে দজ্জাল ননদিনী, তাঁর বিস্তার ছিল সবেতেই। চল্লিশ থেকে ষাটের দশক, পর্দায় এলেই আলো জ্বলে উঠত যেন। তবু শেষ দিকে একটু টানাটানি পড়েছিল। তার মধ্যেও ভালবাসতেন রান্না করে খাওয়াতে। চলে গিয়েছিলেন অকালেই। প্রতাপাদিত্য রোডে রেণুকা রায়ের স্মৃতিজড়িত বাড়িটা পুরনো হলেও জীর্ণ হয়নি।