রুমা গুহঠাকুরতা
বম্বে থেকে চলে আসার পর উঠেছিলেন বসন্ত রায় রোডে। অরূপ গুহঠাকুরতার সঙ্গে বিয়ের পরে বালিগঞ্জ প্লেস। ওটাই গুহঠাকুরতা পরিবারের বাড়ি। রুমা গুহঠাকুরতা তখন থেকেই বালিগঞ্জনিবাসী। কিশোরকুমার, অমিত কুমার, লীনা চন্দ্রভারকরেরাও এসেছেন এ বাড়িতে। তাই কি রাস্তার মোড়ের সিইএসসি বাক্সে কিশোরকুমারের ছবি? রুমা-অরূপদের ছবি আঁকাই হবে না?