ঋত্বিক ঘটক

ঋত্বিক ঘটক


ঢাকায় জন্ম হলেও বাংলাদেশে ঋত্বিক ঘটকের সবচেয়ে বেশি সময় ও স্মৃতি জড়িয়ে ছিল রাজশাহীতে। ঋত্বিকের বাবা ওখানে জেলাশাসক ছিলেন। সেই বাংলোর সামনেটায় এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হয়েছে। ওঁদের ড্রয়িং রুমে ছাত্রদের থাকার জায়গা। কলকাতায় ঋত্বিক দীর্ঘদিন ছিলেন সুচিত্রা সেনের প্রতিবেশী, তার পর কিছুদিন মুক্তাঙ্গনের পিছনে প্রযোজক প্রমোদ লাহিড়ীর বাড়িতে। সুরমা ঘটক কলকাতায় আসার পরে সংসার পাতা হল গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে। এই বাড়িই কোমল গান্ধার ছবিতে ভৃগুর বাড়ি। মুপ্রিয়া দেবীকে নিয়ে বৃষ্টির দৃশ্য তোলা হয়েছিল এখানেই।

গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড

রাজশাহী