রামানন্দ সেনগুপ্ত

রামানন্দ সেনগুপ্ত


রামানন্দ সেনগুপ্তের ছাত্রাবস্থার একটা বড় অংশ কেটেছে শান্তিনিকেতনে। ওঁর দাদা প্রেসিডেন্সি কলেজের শিক্ষকতার চাকরি পাওয়ার পরে ওঁদের পরিবার ও পার থেকে কলকাতায় চলে আসে। ভবানীপুরের সাহানগরে তখন থাকতেন ওঁরা। ১৯৪৭ সালে রামানন্দের বিয়ে হল। সংসার পাতলেন বিজয়গড়ে। সেখান থেকে অল্প কিছুদিন পরেই জুবিলি পার্কে। ওই বাড়িতেই এসেছিলেন জাঁ রেনোয়া। পরে রামানন্দের শ্বশুরমশাই গড়িয়ায় ৫ কাঠা জমি দিলে ১৯৬১ সালে সেখানে বাড়ি তোলেন রামানন্দ। পরে নিজে বাড়ি করেন গলফ ক্লাব রোডে। ১৯৭০ থেকে আমৃত্যু সেই বাড়িতেই ছিলেন। এখনও ওঁর পরিবার ওখানেই আছে।


গলফ ক্লাব রোড

গড়িয়া