রাইচাঁদ বড়াল

রাইচাঁদ বড়াল


বাংলা চলচ্চিত্র সঙ্গীতের আদি পুরুষ তিনি। বাড়িটাও আছে। নেই শুধু নজর। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে অনাদরে জীর্ণ সঙ্গীতের এই একদা তীর্থক্ষেত্র। লালচাঁদ বড়াল এবং রাইচাঁদ-সহ তাঁর তিন পুত্রই থেকেছেন এখানে। হেরিটেজ তালিকায় তবু স্থান হয়নি আজও। 

প্রেমচাঁদ বড়াল স্ট্রিট