পৃথ্বীরাজ কাপুর
হাজরা মোড়ে বাড়ি নিলাম। মিয়া-বিবি আবার মিললাম। সঙ্গে এল রাজ-শাম্মি সবাই। লিখছেন পৃথ্বীরাজ নিজেই। ১৯৩২ থেকে ১৯৪০, নিউ থিয়েটার্সে ছিলেন তিনি। হাজরা মোড়ের বাড়িই তখন তাঁর আবাস। রাজ স্কুলে পড়তেন। দুপুরে ট্রামে চেপে পৃথ্বীরাজের খাবার পৌঁছে দিতেন স্টুডিওয়। ১৯৩৮-এ কলকাতাতেই জন্ম হল শশী কাপুরের।